অধ্যায় ১
১. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?
ক. বর্গ খ. গোত্র
গ. গণ ঘ. প্রজাতি
২. শ্রেণিবিন্যাসের জনক কাকে বলা হয়?
ক. অ্যারিস্টটল খ. জন রে
গ. কারোলাস লিনিয়াস ঘ. গ্রেগর জোহান মেন্ডেল
৩. একটি জীবের বৈজ্ঞানিক নামে কয়টি অংশ থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৪. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে কোন পর্বের প্রাণীদের?
ক. অ্যানেলিডা খ. নেমাটোডা
গ. পরিফেরা ঘ. নিডারিয়া
৫. প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?
ক. পরিফেরা খ. অ্যানেলিডা
গ. অথ্রো৴পোডা ঘ. মলাস্কা
৬. কোন পর্বের প্রাণীদের নরম দেহ কাইটিনসমৃদ্ধ শক্ত আবরণী দিয়ে আবৃত থাকে?
ক. দেহের রক্তপূর্ণ গহ্বর
খ. রক্তকণিকা
গ. প্রাণীর পা
ঘ. প্রাণীর ত্বক
৭. কোন পর্বের প্রাণীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
ক. স্তন৵পায়ী খ. কর্ডাটা
গ. মলাস্কা ঘ. ভার্টিব্রাটা
৮. সিটা থাকে কোন প্রাণীতে?
ক. কেঁচো খ. কৃমি
গ. মাছ ঘ. ব্যাঙ
৯. কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?
ক. একাইনোডারমাটা
খ. কর্ডাটা
গ. মলাস্কা
ঘ. ভার্টিব্রাটা
বিজ্ঞাপন
১০. অধিকাংশ স্বাদুপানির মাছ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. উভচর খ. সরীসৃপ
গ. অসটিকথিস ঘ. মলাস্কা
১১. কোন শ্রেণির প্রাণীদের রক্ত শীতল?
ক. সরীসৃপ খ. কর্ডাটা
গ. উভচর ঘ. পরিফেরা
১২. স্তন্যপায়ী শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১৩. একটি প্রাণীকে সঠিকভাবে শনাক্ত করতে প্রধানত কতটি ধাপের বৈশিষ্ট৵ মিলাতে হয়?
ক. তিন খ. পাঁচ
গ. ছয় ঘ. সাত
১৪. ক্ষতিকর পোকাদের কী বলে?
ক. মলাস্কা খ. পেস্ট
গ. অরীয় ঘ. ইনসেক্টস
১৫. প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কী বলে?
ক. সিলোম খ. ম্যাস্টল
গ. সিলেন্টেরন ঘ. পেস্ট
১৬. বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?
ক. সিলোম খ. ম্যাস্টল
গ. করোটি ঘ. সিস্ট
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. ক ১০. গ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. খ. ১৫. গ ১৬. ক