মালয়েশিয়া ভ্রমণের বাজেট পরিকল্পনা
বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভ্রমণ করার জন্য আপনার কি পরিমাণে খরচ হবে সেটির অগ্রিম পরিকল্পনা করে রাখা ভালো।আনুমানিক খরচের একটি অগ্রিম আইডিয়া থাকলে সেটি আপনার জন্য অনেক ভালো হবে।
তাহলে চলুন বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার বাজেট সম্পর্কে জানা যাক।
প্রথমত আপনার ভিসা বাবদে প্রয়োজন হবে ৩০০০-৩৫০০ টাকার মতো। (সময়ের সাথে কম বেশি হতে পারে)
এয়ার এর টিকেট বাবদে ১৮ হাজার টাকা থেকে ২২ হাজার টাকার মধ্যে হয়ে যাবে।এরপর আপনি এয়ারে করে সোজা বাংলাদেশ থেকে মালয়েশিয়া এয়ারপোর্ট এ নামার পর সেখান থেকে টেক্সিতে যেতে পারেন।
টেক্সি ভাড়া ৮০-১০০ রিংগিত এর মত লাগতে পারে।দাম-দর করে নেবেন।কারণ প্রথমত আপনার থেকে একটু বেশি দাম চাইতে পারে।যেটি প্রায় ১৬০০-২০০০ টাকার মতো হতে পারে।
যদি আপনারা পরিবারসহ ভ্রমণ করেন অথবা আরাম করে যেতে চান সেক্ষেত্রে টেক্সি করে যেতে পারেন।তাছাড়া আপনি চাইলে বাসে করে যেতে পারেন।কারণ বাসে অনেক কম টাকা লাগে।বসে করে গেলে ১৫-২০ রিংগিত এর মত লাগে। যেটি প্রায় ৩০০-৪০০ টাকার মতো।
বাসে কিংবা টেক্সি আপনার যেটিতে ইচ্ছা সেটিতে করে চলে যাবেন Bukit Bintang, সারা বিশ্বের অসংখ্য পর্যটক এসে বুকিট বিনতাং এ থাকে।
আপনি এখানে থাকতে চাইলে অবশ্যই টেক্সিকে বলবেন বিবিসি মার্কেট এর সামনে আপনাকে নামিয়ে দিতে।বিবিসি মার্কেট নেমে গেলে আপনি এর আসে পাশে দেখতে পারবেন অসংখ্য হোটেল রয়েছে।
হোটেল এর দাম এর কথা বলতে গেলে, আপনি প্রায় প্রতি ৬০-১০০ রিংগিত খরচ করে মোটামুটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন।মালয়েশিয়ার ১ রিংগিত বাংলাদেশ টাকায় প্রায় ২০ টাকার মতো।
সে হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় ১৫০০-২০০০ টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন।আপনি চাইলে ১০০০-১২০০ টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন।সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
তো এখন পালা পুরো শহর ঘুরে দেখার।এখানে পুরো শহর ঘুরার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না।Go KL নামের এক ধরনের বাস সার্ভিস রয়েছে যেটি আপনাদের কোনো টাকার বিনিময়ে ঘুরাবে।
এই বাজেট হিসেবে আপনি মালয়েশিয়া থেকে ঘুরে আসতে পারেন।