কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের যোগ্যতা ও কাগজপত্র

কানাডা স্টুডেন্ট ভিসার আবেদন করার জন্য বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে নিচের গুলো উল্লেখযোগ্য-
>একটি মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানে (ডিএলআই) নথিভুক্ত হতে হবে। অর্থাৎ শিক্ষার্থীকে অবশ্যই কানাডার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতিপত্র লাগবে।
>একাডেমিক রেজাল্ট তুলনামূলক ভালো হতে হয়।
>প্রমাণ করতে হবে যে পড়াশোনার জন্য পর্যাপ্ত টাকা রয়েছে। টোটাল টিউশন ফি আপনার আছে কি না তা বোঝাতে হবে ।
>কোনও অপরাধমূলক রেকর্ড থাকলে হবে না, এবং একটি পুলিশ প্রশংসাপত্র/ পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। (প্রয়োজ্য ক্ষেত্রে)
>স্বাস্থ্য এবং চিকিৎসা পরীক্ষা নিতে হবে। (যদি প্রয়োজন হয়)
>প্রমাণ করতে হবে যে পড়াশোনা শেষ হওয়ার পরে দেশে ফেরৎ যাবে। মোটামুটি এই সকল বিষয় ফলো করলেই হয়, তবে আরও কিছু প্রয়োজনে দরকার হয়।
যে সকল কাগজপত্রের দরকার হয়
কানাডায় উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাগজ গুলো নিন্মরূপ:
>শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, এসওপি, প্রত্যায়নপত্র/রিকোমেন্ডশন লেটার ইত্যাদি।
>ব্যাংক সলভেন্সি ফাইনান্সিয়াল এবিলিটি অর্থাৎ ব্যাংকে ভালো পরিমাণ টাকা দেখাতে হয়। যাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বুঝতে পারে যে এই ছেলেটির লেখাপড়া করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে।
>study in canada এর জন্য আইএলটিএস বা টোফেলে ভালো রেজাল্ট থাকতে হয়।