ইতালি ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন? পর্ব - ৩
প্রত্যেকটি দেশের ভিসা করতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার হয়। সাধারণত ভিসার ধরন অনুযায়ী আলাদা আলাদা ডকুমেন্টস লেগে থাকে। আজকের আর্টিকেল এর এই পর্যায়ে আমরা আপনাদের জানাবো ভিন্ন ভিন্ন কিছু ইতালি ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে –
ক. ফ্যামিলী ভিজিট ভিসাঃ
১. ডিজিটাল পাসপোর্ট। বি.দ্রঃ যদি আপনার ডিজিটাল পাসপোর্ট এ আগে থেকে কোনো প্রকার সংশোধন করা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদ, স্কুল কিংবা কলেজ এর সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড দিয়ে ভিন্ন ভাবে এপ্লিকেশন করতে হবে।
২. ভিসা আবেদন এর ফর্ম এ নিজের স্বাক্ষর এবং ছোট বাচ্চা দের জন্য তাদের অভিভাবক দের স্বাক্ষর দিতে হবে।
৩. বিয়ের আসল লিগেল ম্যারেজ সার্টিফিকেট এবং বিয়ের ছবি।
৪. সকল কাগজ পত্র সমূহ সত্যায়িত হওয়া বাঞ্চনীয়।
৫. ভিসা আবেদন এর ফর্ম এ থাকা নিজের নাম, বাবা – মা এর নাম এবং ঠিকানার সাথে জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, সার্টিফিকেট এর মিল থাকতে হবে।
৬. ফুল ফ্যামিলি সার্টিফিকেট।
৭. যদি টেলিফোনে বিয়ে হয়ে থাকে সে ক্ষেত্রে টেলিফোন ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে।
৮. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
৯. বিয়ের সাক্ষি দের সাইন এবং এলাকার চেয়ারম্যান এর বিয়ে সংক্রান্ত জবানবন্দি।
১০. ডিক্লারেশন।
খ. স্টুডেন্ট ভিসাঃ
১. ডিজিটাল পাসপোর্ট।
২. চার কপি পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি।
৩. আপনার পছন্দ মতো ইতালিয়ান যে কোনো ইউনিভার্সিটি এর অফার লেটার।
৪. স্কুল এবং কলেজ এর সকল মেইন সার্টিফিকেট, তার পাশাপাশি সকল পরীক্ষার মার্কশিট।
৫. IELTS স্কোর এর সার্টিফিকেট।
৬. এপ্লিকেশন ফর্ম।
৭. ব্যাংক সলভেন্সির কাগজ পত্র।
৮. ভিসা এপ্লিকেশন ফর্ম।
৯. শিক্ষার্থীদের সকল প্রয়োজনীয় কাগজ পত্র গুলো ইন্টান্যাশনাল অরগানাইজেশান ফর মাইগ্রেশান থেকে ভেরিফিকাশন করে নিতে হবে।
১০. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
১১. রিকমেন্ডেশন লেটার অথবা মোটিভেশনাল লেটার।
১২. সিভি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
১৩. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
১৪. আগের স্কুল কলেজ এর সকল সার্টিফিকেট এর মেইন কপি এবং ফটোকপি। অবশ্যই সকল সার্টিফিকেট গুলো শিক্ষাবোর্ড এবং ইতালি অ্যাম্বাসি কর্তৃক সত্যায়িত করে নিতে হবে।
গ. ওয়ার্ক ভিসাঃ
১. ডিজিটাল পাসপোর্ট।
২. জন্ম নিবন্ধন সনদ এবং বাংলাদেশী ভোটার আইডি কার্ড।
৩. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
৪. ভিসা এপ্লিকেশন ফর্ম।
৫. পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি।
৬. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
৭. সকল কাগজ পত্র সমূহ সত্যায়িত হওয়া বাঞ্চনীয়।
৮. সরকার থেকে স্বীকৃত দেওয়া মেডিকেল ফিটনেস এর সনদ পত্র।
৯. স্পনসর এর আকামার কপি।
১০. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।