ইতালি ভিসার ধরন, সময়, মেয়াদ - পর্ব - ২
ইতালিতে প্রবেশের জন্য বেশ কয়েক ধরনের ভিসা রয়েছে। বিভিন্ন নাগরিক গন বিভিন্ন আলাদা ধরনের ভিসার মাধ্যমে ইতালি গমন করে থাকেন। সাধারণত একেক ভিসার ধরন একেক রকম। এর পাশাপাশি আরও রয়েছে ভিসার সময় এবং মেয়াদ কাল এর মধ্যে অনেক পার্থক্য। চলুন এই পর্যায়ে জেনে নেই ইতালি ভিসার ধরন, সময়, মেয়াদ সম্পর্কিত সকল বিস্তারিত বিষয়-
১) ফ্যামিলী ভিজিট ভিসাঃ
প্রতি বছর ইতালি তে থাকা প্রবাসী গন বাংলাদেশ এ থাকা তাদের পরিবার এর সদস্য দের ফ্যামিলী ভিজিট ভিসার মাধ্যমে আবেদন করে ইতালিতে নিয়ে থাকেন। যদি সকল কাগজ পত্র ঠিকঠাক থাকে তাহলে, এই ভিসা তৈরি করতে খুব বেশি সময় লাগে না।
অর্থাৎ ভিসা অফিসে জমা দেওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় তথ্য, বিভিন্ন সার্টিফিকেট এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস পত্র দরকার হয়, সেগুলো যদি সঠিক থাকে তাহলে পনেরো থেকে ত্রিশ কার্য দিবস এর মধ্যে ভিসা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ফ্যামিলি ভিজিট ভিসা এর মেয়াদ এক মাস থেকে তিন মাস হয়ে থাকে। অর্থাৎ এই ভিসা টির মাধ্যমে আপনি ইতালিতে আপনার ফ্যামিলি কে ত্রিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত বৈধ ভাবে রাখতে পারবেন।
২) স্টুডেন্ট ভিসাঃ
আমরা সবাই জানি ইতালিতে রয়েছে নামকরা অনেক বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই লেখা পড়ার উদ্দেশ্যে বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা ইতালিতে গমন করেছেন।
শিক্ষার্থী দের সকল সার্টিফিকেট এবং ভিসা অফিসে জমা দেওয়া স্কলারশিপের কাগজ পত্র সব ঠিক থাকলে ৯০ থেকে ১২০ কার্য দিবসের মধ্যে পছন্দের বিশ্ববিদ্যালয়ের আবেদন এবং ভিসার প্রসেসিং সকল কিছুই কমপ্লিট হয়ে যায়।
শিক্ষার্থীরা তাদের উচ্চ শিক্ষা সম্পূর্ণ রূপে শেষ করা পর্যন্ত ইতালিতে বসবাস করতে পারেন। পড়া শোনার পাশাপাশি তারা চাইলে পার্ট টাইম জব ও করতে পারেন।
৩) ওয়ার্ক ভিসাঃ
এই ভিসা টির মাধ্যমে সবচেয়ে বেশি বাংলাদেশী নাগরিক গন ইতালিতে গিয়ে থাকেন। ইতালি তে গিয়ে যে কোন প্রকার এর বৈধ কাজ করার জন্য ওয়ার্ক ভিসা করা হয়। এই ভিসা সাধারণত দুই থেকে তিন বছর পর পর রিনিউ করতে হয় তা না হলে আপনি ইতালি তে বৈধ ভাবে বসবাস করতে পারবেন না। অর্থাৎ সর্বোচ্চ তিন বছর ওয়ার্ক ভিসার মেয়াদ থাকে।
এই ভিসার মাধ্যমে আপনি ইতালিতে যেতে চাইলে অবশ্যই প্রথমত ভিসা অফিসে সকল প্রকার সঠিক কাগজপত্র এবং প্রয়োজনীয় সকল ফি জমা দিবেন। তাহলে সর্বোচ্চ এক থেকে দুই মাসের মধ্যে আপনার ভিসা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে।