অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা সম্পর্কিত কয়েকটি বিষয়
অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় কিভাবে যাব এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। স্টুডেন্ট ভিসায় আপনাকে অস্ট্রেলিয়া যেতে হলে বেশকিছু ডকুমেন্টের প্রয়োজন হবে।অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় যাওয়ার আগে যে যে বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিতঃ
★প্রথমত আপনাকে ইংরেজিটা খুবই ভালো জানতে হবে।কেননা ইংরেজির জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে তারা একটি পরীক্ষা নিবে।
★আপনার বৈধ পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন হবে।এর মাধ্যমে তারা জানবে যে আপনি অবৈধ কোন নাগরিক না এবং আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার জন্য যথেষ্ট টাকা রয়েছে।
★আরো কিছু প্রয়োজনীয় নির্দেশনা ফিলাপ করার পর আপনি চাইলে অস্ট্রেলিয়া দূতাবাস থেকে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা নিতে পারবেন।
★সেখান থেকে ভিসা পাওয়ার পর আপনি চাইলে যেকোন এয়ার টিকিটের মাধ্যমে বাংলাদেশ এয়ারলাইন্স করে অস্ট্রেলিয়া যেতে পারবেন।
অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং বা অস্ট্রেলিয়া ভিসা খরচ
যারা অস্ট্রেলিয়া যেতে চান তারা যদি টেম্পোরারি ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় যান তাহলে আপনাদের বাংলাদেশি টাকায় খরচ পড়বে ৫ লক্ষ টাকার কিছু বেশি। এই হিসাবটা শুধুমাত্র আপনি একা যাওয়ার ক্ষেত্রে। পাওয়ার অফ রেজিডেন্সি ভিসায় আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার সব মিলিয়ে বাংলাদেশের টাকায় মোট খরচ আসবে ৯ থেকে ৯.৫০ লক্ষ টাকা।