অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | E Passport Checking online

〄 আপনার ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা এবং পাসপোর্ট হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ঘরে বসেই। আসুন আমরা জেনে নেই কিভাবে ই পাসপোর্ট এর অবস্থান চেক করা যায়।
⫸ ই পাসপোর্ট চেক করার নিয়ম
আপনার আবেদনকৃত ই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে আপনার আবেদনের Online Registration ID (OID) বা Application ID লাগবে। আপনার ই পাসপোর্ট অনলাইন আবেদন করার পর, Application Summery পেইজ থেকে Online Registration ID বা OID পাবেন। এছাড়াও Registration Form থেকেও Application ID এবং OID জানা যাবে।
⫸ ই পাসপোর্ট চেক করতে যা যা লাগবে
পাসপোর্ট চেক করার জন্য আপনার ইন্টারনেট সংযোগ সহ একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। এছাড়া আপনার প্রয়োজন হবে,
✔ Online Registration ID (OID) অথবা Application ID
✔ পাসপোর্ট আবেদনে দেয়া জন্ম তারিখ
⫸ অনলাইনে নতুন পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের Google Chrome ব্রাউজার থেকে ভিজিট করুন- www.epassport.gov.bd সাইটে। Check Status মেন্যুতে ক্লিক করে, Online Registration ID অথবা Application ID এবং জন্ম তারিখ দিন। এরপর I am human লেখার পাশে টিক দিয়ে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন।
তাছাড়া এই পেইজের নিচের দিকে পাসপোর্ট চেক করার অপশন রাখা হয়েছে। এখান থেকেও আপনার পাসপোর্ট চেক করতে পারেন।
⫸ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার কোন ব্যবস্থা নেই।
⫸ ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক করুন এখানে ক্লিক করুন।
__________________________________________
তথ্য সুত্রঃ বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল