১. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
র. বেগুয়েলা স্রোত
রর. উপসাগরীয় স্রোত
ররর. সুমেরু স্রোত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
২. কোন স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে পুনরায় সেখানে মুখ্য জোয়ার শুরু হবে?
ক. ৬ ঘ. ১৩ মি.
খ. ১২ ঘ, ২৬ মি.
গ. ১৬ ঘ, ৩৯ মি.
● ২৪ ঘ. ৫২ মি.
৩. মুখ্য জোয়ার সংঘটিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে?
ক. সূর্য যে পার্শ্বে থাকে
খ. সূর্যের বিপরীত পার্শ্বে
● চন্দ্র যে পার্শ্বে থাকে
ঘ. চন্দ্রের বিপরীত পার্শ্বে
৪. তেজকটাল সংঘটিত হয়-
র. অমাবস্যায়
রর. পূর্ণিমায়
ররর. অষ্টমী তিথীতে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫. জোয়ার ভাটা সংঘটনের প্রধান কারণ-
ক. মহাকর্ষ শক্তি
খ. কেন্দ্রাতিক শক্তি
গ. সূর্যের আকর্ষণ
● চন্দ্রের আকর্ষণ
৬. উষ্ণ যোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
গ. ল্যাব্রাডার স্রোত
● গিনি স্রোত
৭. সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি?
● বায়ুপ্রবাহ
খ. পৃথিবীর আবর্তন গতি
গ. উষ্ণতার তারতম্য
ঘ. স্থলভাগের অবস্থান
৮. অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়?
ক. মুখ্য জোয়ার
খ. গৌণ জোয়ার
● মরা কটাল
ঘ. তেজকটাল
৯. চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত?
ক. ১১ : ৪
● ১১ : ৫
গ. ১১ : ৬
ঘ. ১১ : ৭
১০. ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. ক্যানারী
খ. ইরমিনজার
গ. বাহামা
● আগুলহাস
১১. কোন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়?
র. পৃথিবীর আবর্তন
রর. বায়ুপ্রবাহ
ররর. উষ্ণতার তারতম্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১২. কোনটি উষ্ণ স্রোত?
ক. পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
খ. পূর্ব গ্রীনল্যান্ড স্রোত
গ. ল্যাব্রাডর স্রোত
● উপসাগরীয় স্রোত
১৩. একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কী কারণে হয়?
● ভূভাগের অবস্থান
খ. সমুদ্রের লবণাক্ততা
গ. বাষ্পীভবনের তারতম্য
ঘ. বায়ু চাপ
১৪. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. ক্যানারি স্রোত
খ. উপসাগরীয় স্রোত
গ. ল্যাব্রাডর স্রোত
● কুমেরু স্রোত
১৫. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. বেগুয়েলা স্রোত
গ. ব্রাজিল স্রোত
● ক্যানারি স্রোত
১৬. দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
● মোজাম্বিক স্রোত
খ. সোমালি স্রোত
গ. মৌসুমি স্রোত
ঘ. শীতকালীন মৌসুমি স্রোত
১৭. উত্তর ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. মাদাগাস্কার স্রোত
গ. মোজাম্বিক স্রোত
● সোমালি স্রোত
১৮. সূর্য চন্দ্র অপেক্ষা বড়-
ক. এক কোটি ষাট লক্ষ গুণ
● দুই কোটি ষাট লক্ষ গুণ
গ. তিন কোটি ষাট লক্ষ গুণ
ঘ. তিন কোটি আশি লক্ষ গুণ
১৯. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক মহাসাগর
● ভারত মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর
২০. প্রত্যয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত প্রবাহিত হয়-
ক. পূর্ব হতে পশ্চিমে
● পশ্চিম হতে পূর্বে
গ. উত্তর হতে দক্ষিণে
ঘ. পূর্ব হতে দক্ষিণে
২১. নিরক্ষীয় অঞ্চলের পানিরাশি অধিক উষ্ণ হওয়ার কারণ-
● সূর্য লম্বভাবে কিরণ দেয়
খ. সূর্য তীর্যকভাবে কিরণ দেয়
গ. সমুদ্রস্রোত প্রবাহিত হয়
ঘ. লবণাক্ততার তারতম্যের জন্য
২২. স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডের সংযোগকারী শৈলশিরা কোনটি?
● ওরেভীল থমসন
খ. চ্যাগস
গ. ডলফিন
ঘ. চ্যালেঞ্জার
২৩. উপসাগরীয় স্রোতের উদ্ভব কোনটি থেকে?
ক. পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত থেকে
● দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে
গ. ক্যানারি স্রোত থেকে
ঘ. সুমেরু স্রোত থেকে
২৪. উষ্ণ উপসাগরীয় স্রোত কয়টি শাখায় বিভক্ত?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৫. নিচের কোনটি উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা?
● ক্যানারি স্রোত
খ. সুমেরু স্রোত
গ. ল্যাব্রাডর স্রোত
ঘ. গিনি স্রোত
২৬. ব্রাজিল স্রোতটি নিচের কোন স্রোতের শাখা?
● দক্ষিণ নিরক্ষীয়
খ. কুমেরু স্রোত
গ. বেগুয়েলা স্রোত
ঘ. ফকল্যান্ড স্রোত
২৭. সোমালি স্রোতটি কোন মহাসাগরের?
● উত্তর ভারত মহাসাগরীয়
খ. দক্ষিণ ভারত মহাসাগরীয়
গ. উত্তর আটলান্টিক মহাসাগরীয়
ঘ. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয়
২৮. কত সময় পরপর সমুদ্রের পানি নিয়মিতভাবে হ্রাস বৃদ্ধি ঘটে?
ক. প্রতি ৬ ঘন্টায়
খ. প্রতি সাড়ে ছয় ঘণ্টায়
গ. প্রতি ১২ ঘণ্টায়
● প্রতি সাড়ে বারো ঘন্টায়
২৯. চন্দ্রের আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সবচেয়ে নিকটবর্তী হয় সেখানে কী হয়?
● চন্দ্রের আকর্ষণ বেশি
খ. চন্দ্রের আকর্ষণ কম
গ. সূর্যের আকর্ষণ বেশি
ঘ. সূর্যের আকর্ষণ কম
৩০. অমাবস্যা তিথিতে একই সরল রেখায় অবস্থান করে কোনটি?
ক. চন্দ্র-সূর্য
● চন্দ্র, সূর্য ও পৃথিবী
গ. চন্দ্র ও পৃথিবী
ঘ. সূর্য ও পৃথিবী
৩১. চন্দ্র তার নিজের কক্ষপথে কত দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে?
ক. ২৭ দিনে
খ. ২৭ দিনে
গ. ২৯ দিনে
● ২৯ দিনে
৩২. নিচের কোনটি উপকূলবর্তী জেলা?
● বরগুনা
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. পঞ্চগড়
৩৩. জোয়ারের পানি খাড়ি ও মোহনা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে কী বলে?
ক. স্রোত
খ. বন্যা
গ. সুনামি
● জোয়ারের বান
৩৪. নিরক্ষীয় বিপরীত স্রোতটি প্রবেশ করেছে-
ক. ক্যারিবিয়ান সাগরে
● গিনি উপসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. মেক্সিকো উপসাগরে
৩৫. ফকল্যান্ড স্রোতটি উত্তর দিকে প্রবাহিত হয়ে কোন স্রোতের সাথে মিশে যায়?
ক. বেগুয়েলা স্রোত
খ. কুমেরু স্রোত
● ব্রাজিল স্রোত
ঘ. দক্ষিণ নিরক্ষীয় স্রোত
৩৬. পৃথিবীর কেন্দ্র ও পানির উপরিভাগের ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির তারতম্যের কারণে কোনটি সংঘটিত হয়?
ক. ভূমিকম্প
খ. সুনামি
গ. জলোচ্ছ্বাস
● জোয়ারভাটা
৩৭. পৃথিবীর একবার আবর্তনের সময় চন্দ্র নিজ কক্ষে অগ্রসর হয়-
● ১৩° পথ
খ. ১৫° পথ
গ. ১৯° পথ
ঘ. ২৩° পথ
৩৮. সোমবার ১২ টায় মুখ্য জোয়ার হলে, একই স্থানে মঙ্গলবার মুখ্য জোয়ার হবে-
ক. ১২.০০ টায়
খ. ১২.০৬ মি.
গ. ১২.৩০ মি.
● ১২.৫২ মি.
৩৯. বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য কত?
ক. ১৫৫ কি.মি.
● ৭১২ কি.মি.
গ. ৩৭১৫ কি.মি.
ঘ. ৪৭১৯ কি.মি.
৪০. সমুদ্রে মূলস্রোত সৃষ্টিতে প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে না-
ক. লবণাক্ততার তারতম্য
খ. বাষ্পীভবনের তারতম্য
গ. সমুদ্রের গভীরতা
● শৈলশিরায় অবস্থান
৪১. জোয়ারভাটার ফলে-
র. নদীর পানি নির্মল থাকে
রর. বদ্বীপ গঠনে বাধা পড়ে
ররর. নদীখাত গভীর হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪২. উষ্ণ পানি আয়তনে বৃদ্ধি পেয়ে-
র. হালকা হয়
রর. ঘনত্ব কমে
ররর. লবণাক্ত হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৩. অধিক লবণাক্ত পানি কম লবণাক্ত পানি অপেক্ষা
র. ঘন
রর. ভারী
ররর. চাপ বেশি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৪. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
র. সুমেরু স্রোত
রর. ল্যাব্রাডর স্রোত
ররর. গিনি স্রোত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৫. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
র. কুমেরু স্রোত
রর. বেগুয়েলা স্রোত
ররর. গিনি স্রোত
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৬. দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত-
র. মাদাগাস্কার
রর. মোজাম্বিক
ররর. আগুলহাস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
সাগর পশুর নদী দিয়ে সুন্দরবনের করমজল যাওয়ার পর বনের ভেতরে ছোট ছোট নদীতে দেখল কোনো পানি নেই। দুপুরের পর দেখল নদী পানিতে ভরে গেছে।
৪৭. দুপুরের পর নদী পানিতে ভরে যাওয়ার কারণ-
ক. জলোচ্ছাস
● জোয়ার
গ. ভাটা
ঘ. সুনামি
৪৮. উক্ত ঘটনার প্রভাবে-
র. নদীর পানি নির্মল হয়
রর. নদী নৌ চলাচলের যোগ্য থাকে
ররর. উপকূলীয় অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
হাফিজ তার বোনের বাড়ি পটুয়াখালী বেড়াতে গিয়ে দেখল সেখানে বিশেষ পদ্ধতিতে পানি আটকিয়ে একটি চাষ হচ্ছে। সে তার দুলাভাইয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বললেন এ ধরনের চাষের জন্য লোনা পানি দরকার।
৪৯. উদ্দীপকে কোন চাষের কথা বলা হয়েছে?
● লবণ চাষ
খ. মাছ চাষ
গ. কাঁকড়া চাষ
ঘ. কুমির চাষ
৫০. উদ্দীপকে উল্লিখিত চাষটির জন্য প্রয়োজন-
র. লোনা পানি
রর. জোয়ারভাটা
ররর. সুলভ শ্রমিক