বাংলা ১ম পত্র | লালসালু : বহুনির্বাচনি প্রশ্ন
লালসালু
১. ‘কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?’— উক্তিটি কার?
ক. মজিদের খ. মোদাব্বেরের
গ. পির সাহেবের ঘ. খালেক ব্যাপারীর
২. ‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?
ক. পির সাহেব
খ. আক্কাসের বাপ
গ. সলেমনের বাপ
ঘ. তাহের-কাদেরের বাপ
৩. ‘তোমার দাড়ি কই মিঞা?’ কাকে বলা হয়েছে?
ক. আক্কাস খ. তাহের
গ. কাদের ঘ. ধলা মিঞা
৪. তানি বুঝি দুলার বাপ।— জমিলা কার সম্পর্কে এ উক্তি করেছেন?
ক. মোদাব্বের মিঞা
খ. খালেক ব্যাপারী
গ. মতলুব মিঞা
ঘ. মজিদ
৫. মজিদ কীভাবে তাঁর প্রভাব প্রতিষ্ঠা করে?
ক. অলৌকিক ক্ষমতাবলে
খ. সবার সঙ্গে ভালো ব্যবহার করে
গ. অঢেল অর্থ ও প্রতিপত্তির জোরে
ঘ. সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে
৬. ‘লালসালু’ উপন্যাসের শেষ বাক্য কোনটি?
ক. নাফরমানি করিও না
খ. মুহূর্তের মধ্যে কেয়ামত হবে
গ. খোদার উপর তোয়াক্কল রাখো
ঘ. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ
৭. দেশে দেশে পিরদের সফর শুরু হয় কখন?
ক. ধানের মৌসুমে
খ. দুর্ভিক্ষের সময়
গ. গায়েবি নির্দেশ পেলে
ঘ. মুরিদদের আহ্বান পেলে
৮. ‘লালসালু’ উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?
ক. মতিগঞ্জে খ. গারো পাহাড়ে
গ. ডোমপাড়ায় ঘ. আউয়ালপুরে
৯. ‘বতোর দিন’ কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. ঈদ খ. পূজা
গ. চাষাবাদ ঘ. বিয়ে
১০. ‘বুঠাজমি’ কী?
ক. নিষ্ফলা জমি খ. উর্বরা জমি
গ. ধানি জমি ঘ. অনুর্বর জমি
সঠিক উত্তর : লালসালু: ১.ক ২.গ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.গ ১০.ক