ফিন্যান্স ব্যাংকিং ও বিমা - প্রথম পত্র
ষষ্ঠ অধ্যায়- দীর্ঘমেয়াদি অর্থায়ন
জ্ঞানমূলক প্রশ্ন
১। দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
উত্তর : ১০ বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলা হয়।
২। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসগুলো কী কী?
উত্তর : সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র, সংরক্ষিত মুনাফা, অবচয় সঞ্চিতি প্রভৃতির মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়।
৩। মালিকানা মূলধন কী?
উত্তর : ব্যবসাপ্রতিষ্ঠানে মালিক ও শেয়ারহোল্ডার কর্তৃক প্রদত্ত দীর্ঘমেয়াদি তহবিলকে মালিকানা মূলধন বলে।
৪। শেয়ার/সাধারণ শেয়ার কী?
উত্তর : কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্রতম ও সমান একককে শেয়ার বা সাধারণ শেয়ার বলা হয়।
৫। সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য কী কী?
উত্তর : কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম সমান অংশ হলো সাধারণ শেয়ার। প্রতিটি শেয়ারের একটি লিখিত মূল্য আছে। সাধারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক, এরা কারবার পরিচালনায় অংশ নেয় ও লাভ-লোকসান ভাগীদার হয়।
৬। কোম্পানির প্রকৃত মালিক কারা?
উত্তর : সাধারণ শেয়ারহোল্ডাররাই কোম্পানির প্রকৃত মালিক। এরাই কোম্পানির লাভ-ক্ষতির অংশীদার, ভোটাধিকার প্রয়োগ, পরিচালনায় অংশগ্রহণ প্রভৃতি কাজে অংশ নিতে পারে।
৭। ব্যক্তিগত মালিকানা শেয়ার কী?
উত্তর : যখন কোনো একটি কোম্পানির সব সাধারণ শেয়ার একজন ব্যক্তির মালিকানায় থাকে, তখন ওই শেয়ারকে ব্যক্তিগত মালিকানা শেয়ার বলে।
৮। ঘনিষ্ঠ মালিকানা শেয়ার কী?
উত্তর : যখন কোনো একটি কোম্পানির সব সাধারণ শেয়ার একটি বিনিয়োগ গোষ্ঠী বা একটি পরিবারের মালিকানায় থাকে, তখন ওই শেয়ারকে ঘনিষ্ঠ মালিকানা শেয়ার বলে।
৯। জনসাধারণের মালিকানা শেয়ার কী?
উত্তর : যখন কোনো একটি কোম্পানির সব সাধারণ শেয়ার আত্মীয়-স্বজন নয় এমন একটি বৃহৎ বিনিয়োগ গোষ্ঠী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় থাকে, তখন ওই শেয়ারকে জনসাধারণের মালিকানা শেয়ার বলে।
১০। সমমূল্যের শেয়ার কী?
উত্তর : ফার্মের আইনগত দলিলে বৈধতার উদ্দেশ্যে লিপিবদ্ধ আপেক্ষিক নামমাত্র লিখিত মূল্যের শেয়ারকে সমমূল্যের শেয়ার বলে।
১১। পূর্ব অধিকার বা অগ্রক্রয় অধিকার কী?
উত্তর : কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানা অনুপাতে কোম্পানির নতুন শেয়ার ক্রয়ের অধিকার প্রদান করাকে পূর্ব অধিকার বা অগ্রক্রয় অধিকার বলে।
১২। শিথিল মালিকানা কী?
উত্তর : কোম্পানিতে নতুন শেয়ার ইস্যু করার জন্য বর্তমান শেয়ারহোল্ডারদের ফার্মের আয়ের ওপর দাবি আগের চেয়ে কমে যায়, তাই মালিকানার এই দাবি কমে যাওয়াকে শিথিল মালিকানা বলে।
১৩। অধিকার কী?
উত্তর : শেয়ারহোল্ডাররা তাদের শেয়ার মালিকানার অনুপাতে যে আর্থিক দলিলের মাধ্যমে বাজার মূল্যের চেয়ে কমে কোম্পানির নতুন বা অতিরিক্ত শেয়ার ক্রয়ের অনুমতি পায় তাকে অধিকার বলে।
১৪। অধিকার প্রস্তাব কী?
উত্তর : কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে নতুন শেয়ার বিক্রয়ের প্রস্তাবকে অধিকার প্রস্তাব বলে।
১৫। অনুমোদিত শেয়ার কী?
উত্তর : কোম্পানির আইন অনুযায়ী একটি কোম্পানিকে যে পরিমাণ শেয়ার ইস্যু করতে অনুমতি প্রদান করে তাকে অনুমোদিত শেয়ার বলে। অনুমোদিত মূলধনকে শেয়ারের লিখিত মূল্য দ্বারা ভাগ করলে অনুমোদিত শেয়ার সংখ্যা পাওয়া যায়। কোম্পানি অনুমোদিত শেয়ারের বেশি বিক্রি করতে পারে না।
১৬। অপরিশোধিত শেয়ার কী?
উত্তর : যে শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করছে এবং এটি এখন সাধারণ জনগণের মালিকানায় আছে, তাকে অপরিশোধিত শেয়ার বলে।
১৭। ট্রেজারি শেয়ার কী?
উত্তর : অপরিশোধিত শেয়ারগুলোর মধ্যে থেকে যে শেয়ারের অর্থ পরিশোধ করে কোম্পানি শেয়ারটি পুনঃ ক্রয় করেছে, তাকে ট্রেজারি শেয়ার বলে।
১৮। ইস্যুকৃত শেয়ার কী?
উত্তর : যে পরিমাণ শেয়ার কোম্পানি সরবরাহ করেছে, অর্থাৎ বিলিকৃত ও পুনঃ ক্রয়কৃত মোট শেয়ারকে ইস্যুকৃত শেয়ার বলে। অপরিশোধিত শেয়ার ও ট্রেজারি শেয়ারের মোট পরিমাণই ইস্যুকৃত শেয়ার।
১৯। ভোটাধিকার কী?
উত্তর : সাধারণত প্রতিটি শেয়ারহোল্ডারের পরিচালক নির্বাচন এবং বিশেষ ক্ষেত্রে একটি করে ভোট প্রদানের অধিকার থাকে। এই ভোট কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা প্রয়োগ করে থাকে, এটাকেই ভোটাধিকার বলা হয়ে থাকে।
২০। অধিকতর ভোটিং শেয়ার কী?
উত্তর : যে শেয়ারের হোল্ডাররা সাধারণত নিয়মিতভাবে প্রতিটি শেয়ারের ওপর একটি ভোট প্রদানের পরিবর্তে একাধিক ভোট প্রদানের ক্ষমতা পায় তাকে অধিকতর ভোটিং শেয়ার বলা হয়।
২১। ভোটাধিকারহীন সাধারণ শেয়ার কী?
উত্তর : ভোটাধিকার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কোম্পানি ভোট প্রদানের অধিকার না দিয়ে শুধু মূলধন সংগ্রহের জন্য যে শেয়ার ইস্যু করে তাকে ভোটাধিকারহীন সাধারণ শেয়ার বলে।