পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

৪১. কবির মেডিকেলে পড়ছে। সে আসন্ন পৌরসভা নির্বাচনে ভোট প্রদান করবে। সে এ ধরনের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চায়। এ জন্য তাকে কী পাঠ করতে হবে?
ক. অর্থনীতি খ. ইতিহাস
গ. সমাজবিজ্ঞান ঘ. পৌরনীতি ও সুশাসন
গ. সমাজবিজ্ঞান ঘ. পৌরনীতি ও সুশাসন
৪২. পৌরনীতি ও সুশাসন পাঠ করে সুহাস সুনাগরিক হওয়ার শিক্ষা অর্জন করেছে। এবার সে নৈতিক গুণেরও অধিকারী হতে চায়। এ জন্য তাকে কী পাঠ করতে হবে?
ক. নীতিশাস্ত্র খ. ইতিহাস
গ. অর্থনীতি ঘ. ধর্মশাস্ত্র
গ. অর্থনীতি ঘ. ধর্মশাস্ত্র
৪৩. কোনটি ইতিহাসের আলোচ্য বিষয়?
ক. রাষ্ট্র খ. রাজনীতি
গ. সংবিধান ঘ. সভ্যতা ও সংস্কৃতি
গ. সংবিধান ঘ. সভ্যতা ও সংস্কৃতি
৪৪. অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একই বিষয় হিসেবে বিবেচিত হতো। সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন কে?
ক. প্লেটো খ. জন মার্শাল
গ. অ্যাডাম স্মিথ ঘ. জেমস মিল
গ. অ্যাডাম স্মিথ ঘ. জেমস মিল
৪৫. সুশাসন শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. বারবার কোনাবল
খ. জন মার্শাল
গ. অ্যাডাম স্মিথ
ঘ. জেমস মিল
খ. জন মার্শাল
গ. অ্যাডাম স্মিথ
ঘ. জেমস মিল
৪৬. আইন নিষ্প্রয়োজন হয় কখন?
ক. শাসক চরিত্রহীন হলে
খ. শাসক স্বৈরাচারী হলে
গ. কোনো শাসক না থাকলে
ঘ. শাসক ন্যাপয়রায়ণ হলে
খ. শাসক স্বৈরাচারী হলে
গ. কোনো শাসক না থাকলে
ঘ. শাসক ন্যাপয়রায়ণ হলে
৪৭. আইন নিরর্থক হয় কখন?
ক. শাসক চরিত্রবান হলে
খ. শাসক গণতন্ত্রমনস্ক হলে
গ. শাসক দুর্নীতিপরায়ণ হলে
ঘ. শাসক ন্যায়বান হলে
খ. শাসক গণতন্ত্রমনস্ক হলে
গ. শাসক দুর্নীতিপরায়ণ হলে
ঘ. শাসক ন্যায়বান হলে
৪৮. পৌরনীতি ও সুশাসন কী পর্যালোচনা করে?
ক. নাগরিকের কার্যাবলি
খ. সরকারের কার্যাবলি
গ. রাষ্ট্রের কার্যাবলি
ঘ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যাবলি
খ. সরকারের কার্যাবলি
গ. রাষ্ট্রের কার্যাবলি
ঘ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যাবলি
৪৯. স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান বা সৃষ্টি করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন?
ক. পরিবারপ্রধান
খ. রাষ্ট্রীয় কর্তৃপক্ষ
গ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
ঘ. এনজিও
খ. রাষ্ট্রীয় কর্তৃপক্ষ
গ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
ঘ. এনজিও
৫০. জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন বা কর্তৃপক্ষ?
ক. রাষ্ট্রীয় কর্তৃপক্ষ খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ ঘ. ন্যায়পাল
গ. আইন বিভাগ ঘ. ন্যায়পাল
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.ঘ ৪২.ক ৪৩.ঘ ৪৪.গ ৪৫.ক ৪৬.ঘ ৪৭.গ ৪৮.ক ৪৯.গ ৫০.ক