জীব বিজ্ঞান- একাদশ অধ্যায় - জীবপ্রযুক্তি - বহুনির্বাচনি প্রশ্ন
একাদশ অধ্যায়-জীবপ্রযুক্তি
১। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?
ক) মূল সৃষ্টি খ) জীবাণুমুক্তকরণ গ) ক্যালাস সৃষ্টি ঘ) টবে চারা লাগানো
২। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
ক) রিকমবিনেন্ট DNA খ) টিস্যু কালচার
গ) হাইব্রিডাইজেশন ঘ) জিন ক্লোনিং
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রহিম বেগুনগাছের শীর্ষমুকুল এনে কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করলেন। কিছুদিন পর সেখানে অসংখ্য চারা সৃষ্টি হলো।
৩। উল্লিখিত পদ্ধতিতে আরো ব্যবহৃত হতে পারে—
- পাপড়ি ii. পরাগরেণু iii. ডিম্বক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iiiঘ) i, ii ও iii
৪। কৃত্রিম প্রজনন অপেক্ষা উদ্দীপকের পদ্ধতি ভালো, কারণ এটি—
ক) নতুন প্রজাতি সৃষ্টি করে খ) নতুন প্রকরণ তৈরি করে
গ) রোগমুক্ত চারা উৎপন্ন করে ঘ) জিনের পরিবর্তন ঘটায়
৬। প্রতিটি সজীব উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে কী বলে?
ক) ক্লোনিং খ) টটিপোটেন্সি গ) স্বপরাগায়ণ ঘ) পিউর লাইন
৭। নিচের কোন প্রক্রিয়ার দ্বারা হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা যায়?
ক) প্রোটোপ্লাস্ট কালচার খ) মেরিস্টেম কালচার
গ) পরাগরেণু কালচার ঘ) ভ্রূণ কালচার
৮। মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হলো—
ক) বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ খ) রোগমুক্ত চারা উৎপাদন
গ) হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন ঘ) উন্নতজাত উদ্ভাবন
৯। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়—
- দেহজ ভ্রূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ iii. নতুন প্রকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১০। কোন উদ্ভিদ উৎপাদনের জন্য পরাগধানী আবাদ ব্যবহৃত হয়?
ক) Homozygous Dominant Plant
খ) Double Haploid Plant
গ) Heterozygous Plant
ঘ) Disease Free Plant
১১। প্রোটোপ্লাস্টের মিলনের মাধ্যমে সৃষ্টি হয়—
ক) সাইব্রিড খ) রিকমবিনেন্ট DNA
গ) সোমাক্লোনার ভ্যারিয়েশন ঘ) সেকেন্ডারি বিপাকীয় দ্রব্য
১২। কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়?
ক) রেস্ট্রিকশন খ) লাইগেজ গ) লাইপেজ ঘ) প্রাইমেজ
১৩। প্লাজমিড ব্যবহৃত হয়—
- ইনসুলিন উৎপাদনে
- হ্যাপ্লয়েড লাইন উৎপাদনে
iii. GM food উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। Re-combinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার অথবা জিন প্রকৌশলে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়—
- বাহক হিসেবে ii. পোষক হিসেবে
iii. রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) ii ও iii
গ) i ও iiiঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসবহির্ভূত DNA-এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়।
১৫। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান—
- লাইগেজ এনজাইম ii. রেস্ট্রিকশন এনজাই
iii. সিজিয়াম ক্লোরাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) iও iiiগ) iiও iiiঘ) I,iiও iii
১৬। উদ্দীপকে উল্লিখিত DNA-এর ক্ষেত্রে প্রযোজ্য—
- স্বপ্রজননক্ষম
- দ্বিবিভাজনে সাহায্য করে
iii. অ্যান্টিবায়োটিক প্রতিরোধী
নিচের কোনটি সঠিক?
ক) iও iiখ)iও iiiগ) iও iiiঘ) i,iiও iii
১৭। রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে নিম্নের কোন জিনটি ব্যবহৃত হয়?
ক) C খ) CRI-I গ) Nifঘ) PG
১৮। বাংলাদেশের প্রথম GM খাদ্য ফসল কোনটি?
ক) Bt- ধান খ) Bt- তুলা গ) Bt- বেগুন ঘ) Bt- সয়াবিন
১৯। বায়োলজিক্যাল নাইফ কোনটি?
ক) পলিমারেজ খ) লাইগেজ
গ) রেস্ট্রিকশন এনজাইম ঘ) অ্যামাইলেজ
২০। ইন্টারফেরন হলো—
ক) শর্করা খ) প্রোটিন গ) লিপিড ঘ) গ্লাইকোলিপিড
২১। জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে?
ক) ক্রমোজোম খ) RNA
গ) জিনোম ঘ) নিউক্লিয়াস
উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. গ ২১. খ ২২. গ।