
৪১. একটি সম্পত্তির পুস্তকমূল্য সমান কী? ক. সম্পত্তির বাজার মূল্য বাদ সম্পত্তির ঐতিহাসিক ব্যয় খ. সেকেন্ডারি মার্কেট অনুযায়ী সম্পত্তির নির্ধারিত মূল্য গ. সম্পত্তির পুনঃস্থাপন ব্যয় ঘ. সম্পত্তির অর্জনমূল্য বাদ পুঞ্জীভূত অবচয় ৪২. বইমূল্য বা পুস্তকমূল্য বলতে কী বোঝায়? ক. ক্রয়মূল্য - ভগ্নাবশেষ মূল্য খ. ক্রয়মূল্য- আনুষঙ্গিক খরচ গ. ক্রয়মূল্য -অবচয় ঘ. ক্রয়মূল্য - পুঞ্জীভূত অবচয় ৪৩. অদৃশ্য লেনদেন কোনটি? ক. বেতন প্রদান খ. অবচয় গ. আসবাব ক্রয় ঘ. কমিশন প্রাপ্তি ৪৪. একটি পুরোনো মেশিনের মেরামত ব্যয় কী জাতীয় ব্যয়? ক. মুনাফাজাতীয় ব্যয় খ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় গ. মূলধনজাতীয় ব্যয় ঘ. মূলধনায়িত ব্যয় ৪৫. সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পত্তি? ক. চলতি খ. অদৃশ্যমান গ. দৃশ্যমান ঘ. অস্পর্শনীয় ৪৬. ‘পুঞ্জীভূত অবচয়’ কী ধরনের হিসাব? ক. সম্পত্তি খ. বহির্দায় গ. বিপরীত সম্পত্তি ঘ. মালিকানাস্বত্ব ৪৭. কোনটি প্রাকৃতিক সম্পদ? ক. গ্যাস, কয়লা, বনজ সম্পদ খ. দালানকোঠা গ. সুনাম ঘ. ভূমি উন্নয়ন ৪৮. অবচয় কী? ক. ব্যক্তিবাচক হিসাব খ. নামিক হিসাব গ. সম্পত্তিবাচক হিসাব ঘ. মিশ্র হিসাব ৪৯. হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণের সময় তিনটি মৌলিক বিষয় বিবেচনা করতে হয়। সেগুলো কী কী? ক. ব্যয়, অবচয় পদ্ধতি এবং ব্যবহারকাল খ. ব্যয়, ব্যবহারকাল এবং অবশিষ্ট মূল্য গ. উৎপাদন একক, অবচয় পদ্ধতি এবং ব্যয় ঘ. বিক্রয়, বিক্রয় পরিবহন ৫০. ‘অবচয়’ হিসেবে দেখানো না হলে কী হয়? ক. কারবারের মুনাফার অংশ বেড়ে যায় খ. কারবারের মুনাফার অংশ কমে যায় গ. কারবারের মুনাফার অংশের কোনো পরিবর্তন হয় না ঘ. সম্পদ কমে যায় সঠিক উত্তর অধ্যায় ৮: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.খ ৪৪.ক ৪৫.খ ৪৬.গ ৪৭.ক ৪৮.খ ৪৯.খ ৫০.ক