ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) পার্থ গোপাল বণিকের আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ রোববার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।
রায়ে পার্থ গোপাল বণিকের ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার আগে আসামি পার্থ গোপাল বণিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পরে আদালত আজ রায় ঘোষণার দিন ঠিক করেন।